স্থাপিত- ১৪.১২.১৯৯১ইং তারিখ। আয়তন ১৪.০৮ বঃ কিঃমিঃ। শ্রেনী ‘ক’ ওয়ার্ড-৯টি। সীমানা- উত্তরে ঘোড়াদিয়া, মল্লিকের টেক, টেউটি, মদনপুর, দক্ষিণ কৃষ্ণ ছলিয়া, দেওগাঁও, পূর্বে ধরেন্ডা মৌজা বনগাঁও ইউনিয়ন, দক্ষিনে কর্ণপাড়া খাল এবং পশ্চিমে বংশী নদী। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ২,৯৬,৮৫১ জন। জনসংখ্যা বৃদ্ধির হার ৮.৮৩% ধরে ২০১৭ সালের জনসংখ্যা প্রায় ৪,৯৩,২০৭ জন (সূত্রঃ উপজেলা পরিসংখ্যান অফিস)। বর্তমানে আনুমানিক বেসরকারিভাবে জনসংখ্যা প্রায় ৮ লক্ষাধিক। হোল্ডিং সংখ্যা ২৯,৬২২ টি, ভোটার সংখ্যা পুরুষ-৮৬,৮৯৩ জন, মহিলা- ৮৩,৩৬১ জন সর্বমোট ভোটার সংখ্যা ১,৬৯,৮৫৪ জন। কলেজ ১০টি, মাধ্যকি স্কুল ৬টি, প্রাথমিক বিদ্যালয় ৯টি, মাদ্রাসা ৪০টি, কলেজ অব খ্রীষ্টালোজী ১টি, কিন্ডারগার্ডেন ১৬০টি, শিক্ষার হার পুরুষ ৭৮.০২% মহিলা ৭১.০১%, মসজিদ-৯০টি, মন্দির-২৫টি, গীর্জা-১২টি, শিল্প কারখানা ছোট বড়-১৫০টি, অগভীর নলকুপ-৩০০টি, পাকা রাস্তা-২৩০ কিঃমিঃ (প্রায়), কাচা রাস্তা-১৮ কিঃমিঃ, এইচবিব-১০ কিঃমিঃ প্রায়, ফ্লাট সোলিং-০৯ কিঃমিঃ প্রায়, ড্রেনের পরিমান-৯৫ কিঃমিঃ, প্রায় পৌর সুপার মার্কেট-১টি।
Menu